আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটে সংবর্ধনা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, গ্রিনল্যান্ড গ্রুপের কর্নধার সৌদিপ্রবাসী আয়াজ ওয়ারিশ খাঁনকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রিনল্যান্ড গ্রুপের কর্নধার সৌদিপ্রবাসী আয়াজ ওয়ারিশ খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল, শাহানাজ আয়াজ খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, প্রাইম পলিটেকনিকের প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস আলী খাঁন, প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শহীদ আজাহার আলী, সোনালী ব্যাংক আমঝুপি শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুচ আলী খান। এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক একেএম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষক বেলাল হোসেন, শামীম রেজা, সোহানী ইয়াছমিন, ছাত্রছাত্রীদের মধ্যে রুহুল, মীমসহ প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক কর্মচারী।