আলমডাঙ্গার লালব্রিজের পাটাতন থেকে বিচ্ছিন্ন করা হলো অবৈধ বিদ্যুত সংযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: শেষ পর্যন্ত আলমডাঙ্গার লালব্রিজের পাটাতন থেকে অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী ও আলমডাঙ্গা বিদ্যুত অফিসের আবাসিক প্রকৌশলী আবেদ আলীর নেতৃত্বে জিআরপির সাহায্যে গতকাল অবৈধ বিদ্যুত সংযোগ লালব্রিজের পাটাতন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ইতঃপূর্বে এ বিষয়ে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

জানা গেছে, আলমডাঙ্গার লালব্রিজ এলাকার ২৫-৩০ জন ব্যবসায়ী লালব্রিজের লোহার পাটাতনের সাথে জড়িয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুত সংযোগ নেন। যেকোনো সময় অবৈধ সংযোগের একটি তার ফল্ট হলেও ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে ইতঃপূর্বে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

গতকাল শনিবার বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী এবং আলমডাঙ্গা বিদ্যুত অফিসের আবাসিক প্রকৌশলী আবেদ আলীর নেতৃত্বে জিআরপির সাহায্যে অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগ গ্রহণকারীরা দীর্ঘসময় দেনদরবার করেন।