আজ মা দিবস : ঝিনাইদহের মাহমুদা বেগম রত্নগর্ভা নির্বাচিত

স্টাফ রিপোর্টার: আজ মে মাসের দ্বিতীয় রোববার, বিশ্ব মা দিবস। মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। যদিও মাকে ভালোবাসা জানাতে কোনো দিন-ক্ষণের প্রয়োজন পড়ে না। তবুও মাকে ভালোবাসার দিন আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালিত হবে। মা দিবস প্রথম উদ্যাপিত হয় গ্রিস ও রোমে। প্রাচীন গ্রিকরা তাদের দেবতা গ্রিককের মা রিয়ার সম্মানে উদযাপন করতো বসন্ত উত্সব।

বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রডাক্ট প্রাইভেট লিমিটেড বাংলাদেশ থেকে ২৫ জন মাকে রত্নগর্ভা সম্মানে ভূষিত করেছে। এর মধ্যে মোছা. মাহমুদা  বেগম ঝিনাইদহ জেলা থেকে রত্নগর্ভা সম্মাননায় ভুষিত হয়েছেন। মাহমুদা বেগম ঝিনাইদহের স্বনামধন্য ডা. নাছির উদ্দিন আহম্মেদের সহধর্মিনী। ডা. নাছির উদ্দীন আহম্মেদ মানবেতর সেবায় নিজেকে সবসময় উৎসর্গ করেছেন। গৃহে তেমন সময় দিতে না পারলেও গৃহিনী মহমুদা বেগম ৬ সন্তানের জননী হয়েও সংসারের কাজ কর্মের পাশাপাশি সন্তানদের করেছেন প্রতিষ্ঠিত। রত্নগর্ভা এ মায়ের বড় ছেলে জাফর আহম্মেদ জনতা ব্যংকের জিএম। মেজ ছেলে ফিরোজ ম্যানেজমেন্ট কনসালটেন্ট, আর ছোট ছেলে ডা. জাহিদ আহম্মেদ (উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর)। তিন মেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে আজ প্রতিষ্ঠিত।