আই জেন উৎসব-২০১৫ অনুষ্ঠিত

গ্রামীণফোন প্রথম আলোর উদ্যোগে গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ এবং ৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে অবস্থিত সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে আই জেন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টায় সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে প্রধান শিক্ষক মো. সাইনুল হোসেন বিশ্বাস উৎসবের উদ্বোধন করেন। এদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানের চারশতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে লড়াইয়ের ইয়েসকার্ড পায়। বেলা ১২টায় সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব শুরু হয়। প্রধান শিক্ষক মাহজেবীনের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবিএম।

দুটি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। অনুষ্ঠান সমন্বয় করেন বন্ধুসভার আব্দুল ওহাব ও মাহমুদ আল জান্নাত। ঈশিতা ইয়াসমিন প্রভার সঞ্চালনায় সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার মো. রনি। -প্রেসবিজ্ঞপ্তি।