অবহেলিত জনসগোষ্ঠীর সামাজিক প্রতিষ্ঠায় সরকার কাজ করছে নিরন্তর

দর্শনা মেমনগর আদিবাস শিক্ষার্থীদের মাঝে বৃত্তিমূলক সহায়তা প্রদানকালে কবির বিন আনোয়ার

 

দর্শনা অফিস: দর্শনা মেমনগরের আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তিমূলক সহায়তা প্রদান করা হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রসাশনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেমনগর অডিটোরিয়াম হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে দর্শনা পৌর এলাকার আদিবাসী জনগোষ্ঠীর প্রাথমিক-মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন শ্রেণির শিক্ষার্থীদের অনুকূলে বৃত্তি প্রদান সহায়তা শুরু করেছে সরকার। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রসাশন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে নিরন্তর। শিক্ষাক্ষেত্রে তিনি কঠোর নজর রেখেছেন। অবহেলিত জনগোষ্ঠীর কোনো সদস্য যাতে ঝরে না পরে সেদিকে খেয়াল রাখতে সকলকে সচেষ্ট করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর কাদের। উপজেলা নাজির হামিদুল ইসলামের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন- মোশাররফ হোসেন, আ. রফিক কাবি, মোমিনুল ইসলাম প্রমুখ। উপজেলার দুটি কলেজ, ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।