সোসিয়েদাদের বিপক্ষে বার্সার প্রতিশোধের লড়াই

মাথাভাঙ্গা মনিটর: শেষ দু রাউন্ডের খেলা না হওয়ার শঙ্কা নিয়েই মাঠে গড়াচ্ছে লা লিগার ৩৬তম রাউন্ড। শিরোপা লড়াইয়ের এ পর্বের অন্যতম গুরত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। সঠিক সময়ে শিরোপা নিষ্পত্তি না হওয়ার ঝুঁকি থাকলেও সেটা দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার মনোযোগে নিশ্চয় বিঘ্ন ঘটাবে না। তাছাড়া জয়ের ধারা ধরে রেখে লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি এ ম্যাচ বার্সেলোনার জন্য প্রতিশোধের লড়াইও বটে; সোসিয়েদাদের বিপক্ষে শেষ তিন বারের দেখায় জিততে পারেনি মেসিরা, তার মধ্যে দুবারই হেরেছে তারা। কাম্প নউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। টিভি স্বত্ত্বের নতুন আইন নিয়ে সরকারের সাথে বিবাদের জের ধরে ধর্মঘটের ডাক দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। আগামী ১৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়ায় শীর্ষ লিগসহ দেশটির সব ধরনের ফুটবলই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসে গড়া দুর্দান্ত আক্রমণভাগের কাঁধে ভর করে এবার ‘ট্রেবল’ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। আর অনেকের মতে এ বিশ্বসেরা ত্রয়ীর কাণ্ডারি যে আর্জেন্টিনা অধিনায়ক মেসি, তাতেও বিন্দুমাত্র কারো কোনো সন্দেহ নেই।

কোনো ম্যাচের ফল যে মেসি একাই নির্ধারণ করে দিতে পারেন, তার প্রমাণ গত বুধবার আরেরকবার দেখে বিশ্ব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের শেষ দিকে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ম্যাচ থেকে ছিটকে ফেলেন তিনি। ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতে টুর্নামেন্টের ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে যেতে অবদান রাখেন নেইমারও, যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন তিনি। এ ম্যাচে সুয়ারেস কোনো গোল না পেলেও মাঠে এ ত্রয়ীর কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এ আক্রমণত্রয়ী প্রতিপক্ষের জন্য কতোটা ভয়ঙ্কর হতে পারে, তা একটা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। তিন জন মিলে এখন পর্যন্ত এ মরসুমে ১১১টি গোল করেছেন। ৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্সও চমৎকার। তাই সোসিয়েদাদের বিপক্ষে গত তিন ম্যাচের হতাশা কাটাতে এবার আরেকটি বড় জয়ের আশা করতেই পারে সমর্থকেরা। এ ম্যাচে জিতলে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৫ পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। যা স্বাভাবিকভাবেই সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির উপর চাপ বাড়াবে। বার্সেলোনার ম্যাচ শেষের দুই ঘণ্টা বাদেই অবশ্য মাঠে নামবে রিয়াল; পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।