বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুরে র‌্যালি ও আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ৱ্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা হাসাপাতাল রোডস্থ জেলা কার্যালয় থেকে ৱ্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানের আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। বক্তব্য রাখেন ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কার্যকরী সদস্য চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পিপি অ্যাড. শামশুজ্জোহা, আজাদ মালিথা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত। আলোচনাসভা শুরুতেই সদ্য প্রয়াত চেয়ারম্যান সিরাজুল আকবরের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হুমায়ূন কবীর, ফেরদৌস ওয়ারা সুন্না, মাহমুদা জামান পলি প্রমুখ। শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস-১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। ৱ্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাম রসুল। পরে সেখানে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিডিআরসিএস’র ম্যানেজিং বোর্ড সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সেক্রেটারি অ্যাড. খন্দকার একরামুল হক হীরা। ৱ্যালিতে অংশগ্রহণ এবং আলোচনাসভায় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সদস্য মো. আসকার আলী, কেএম আতাউল হাকিম লাল মিয়া, অ্যাড. সফিকুল ইসলাম সফি, আনারুল ইসলাম চেয়ারম্যান, মো. আলাউদ্দিন মাস্টার, অ্যাড. রুস্তম আলী, মোমিনুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবপ্রধান খন্দকার সামসুজ্জোহা সোহাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের অফিসার জিয়াউল আহসান।

Leave a comment