স্টাফ রিপোর্টার: টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন তামিম ইকবাল। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পর টামিমের রান এখন সর্বোচ্চ। পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে আউট হয়ে যান তামিম। এজন্য ৩ হাজারী ক্লাবে নাম লেখাতে অপেক্ষা করতে হয়। গতকাল শুক্রবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে এ ওপেনার ৩২ রানে অপরাজিত আছেন। মিড অফের ওপর দিয়ে পাকিস্তানি পেসার ইমরান খানকে বাউন্ডারি মেরে এ মাইলফলকে পৌঁছান তামিম। টেস্টে তামিমের সর্বমোট রান এখন ৩০১০। আর ১৭ রান করতে পারলেই হাবিবুল বাশার সুমনকে কাটিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তামিম থাকবেন শীর্ষে। তবে হাবিবুল বাশার ৩ হাজার রান করেছিলেন ৯৯টি ইনিংস খেলে। সেখানে তামিম মাত্র ৭৬ ম্যাচ খেলেই ৩ হাজারী ক্লাবে যোগ দিলেন।
ইতোমধ্যে তামিম বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান ৪ হাজার ৪৩৭ রান করে শীর্ষস্থানে রয়েছেন। টেস্টের সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি, ওয়ানডেতেও সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি, টেস্টের সর্বোচ্চ ইনিংস (২০৬) এবং ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের (১৫৪) রেকর্ড গড়েছেন। এখন তামিমের সবচেয়ে কাছাকাছি থাকবেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। দুজনই দলের টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তবে দলের টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ ইনিংস দুটি টেন্ডুলকার-পন্টিং নিজেদের নামের পাশে লেখাতে পারেননি। খেলার এ অবস্থায় ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলকে নিয়েই বেশি ভাবতে হচ্ছে তামিমকে। ঢাকা টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫৫০ রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৪৮৭ রানে। হাতে রয়েছে ৯টি উইকেট। এ বার তামিম প্রথম টেস্টের মতো সেঞ্চুরি হাকিয়ে বড় সংগ্রহ করতে পারলেই ড্র করা সম্ভব হবে।