টিপ্পনী

খবর:(গাংনী খাদ্য গুদামে প্রতিবস্তা গমে ৬৫ টাকা উৎকোচ)

 

কতো টাকা যায়-আসে রোজ

আমার তবিল-পকেটে

নানানতরো ছক এঁটে

কেউ জানে না কেউ জানে না

ঘরের বধূ সেও জানে না!

 

বস্তাপ্রতি বখরা তুলি

সব চলে যায় হাদানেই

এতে এমন বাধা নেই

তেলেসমাতি ব্যাপারখানা

জানা শুধু আমার জানা!

 

নেতার লেবাস গায়ে পরে

নিচ্ছি নগদ কামিয়ে

ভালোই বুঝি আমি এ

কোরো না কেউ মস্করা

সব বাবাজি বশ করা।

 

-আহাদ আলী মোল্লা