কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর উপজেলার ৭ জন, কোটচাঁদপুরের ৩, শৈলকুপার ৭, হরিণাকুণ্ডুর ২, কালীগঞ্জের ১ ও মহেশপুর উপজেলার ৫ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নারী নির্যাতন, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।