ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ক্যাম্পাসে বাস সরবরাহকারী প্রতিষ্ঠান। বাসচালক ও তার সহযোগীকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে শুক্রবার বাসমালিক সমিতির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার কুষ্টিয়ায় রাত ৯টায় কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে, আগামীকাল (শনিবার) থেকে ক্যাম্পাসে যথারীতি বেসরকারি ভাড়াকরা সব গাড়ি চলবে। বৈঠক শেষে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে বাস সরবরাহকারী হাসানুজ্জামান বাচ্চু বলেন, বাসচালক ও তার সহযোগীকে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাসে ক্যাম্পাসে বাস দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমঝোতায় আসতে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শিহাব উদ্দিন মূখ্য ভূমিকা পালন করেন বলে তিনি জানান।
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, বাস সরবরাহ কর্তৃপক্ষ তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েয়েছে। তবে তাদের সাথে আলোচনা চলবে। প্রসঙ্গত, বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাড়াকরা বেসরকারি গাড়ির বাসচালক ও তার সহযোগীকে মারধর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে গাড়ি সরবরাহ বন্ধ থাকবে বলে বাস সরবরাহকারী প্রতিষ্ঠান ঘোষণা দেয়।