স্টাফ রিপোর্টার: প্রশ্নপত্র সংকটে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার ও অফিসার ক্যাশ ক্যাটাগরিতে বিশেষ কোটার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে কিছু সময় বিক্ষোভ করে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষা নেয়া থেকে বিরত থাকেন ব্যাংক কর্তৃপক্ষ। বেলা ১১টার দিকে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হলে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। একটি সূত্র জানায়, পরীক্ষার্থীর তুলনায় প্রশ্নপত্র কম ছাপা হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার কমল কান্তি সাহা জানান, পরীক্ষার্থীরা কিছু সময় বিক্ষোভ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।