টিপ্পনী

 

খবর:( চাকরি দেয়ার নামে আলমডাঙ্গার ভূমি অফিসের অবসরপ্রাপ্ত চেইনম্যান আলমগীর হাতিয়ে নিয়েছেন ১১ লাখ টাকা)

 

আপনি যদি চাকরি দেবেন

নিজেই তবে করেন না ক্যান,

অনেক সুযোগ এদিক ওদিক

নিজেই তবে ধরেন না ক্যান?

 

পরকে খাওয়ান রসোমালাই

নিজেই তবে খাবেন না ক্যান,

এদেশ পাঠান ওদেশ পাঠান

নিজেই তবে যাবেন না ক্যান?

 

অন্যকে খুব বয়ান ঝাড়েন

নিজের শরীর ধোবেন না ক্যান,

সবাই যাবে গারদখানায়

আপনি তবে শোবেন না ক্যান?

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment