আলমডাঙ্গার ছোটপুটিমারীর ইউপি সদস্য আমিরুলের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আমিরুলের বিরুদ্ধে ভিজিডি কার্ড করে দেয়ার নাম করে ছোটপুটিমারী গ্রামের স্বামী পরিত্যক্তা বিউটির কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগসূত্রে জানা যায়, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী গ্রামের মৃত আফসার মল্লিকের ছেলে ৯ নং ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম ভিজিডি কার্ড করে দেয়া নাম করে ৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই গ্রামের আবু তালেবের মেয়ে স্বামী পরিত্যক্তা বিউটি (২৫) জানান, গত ডিসেম্বর মাসের শেষের দিকে আমিরুল মেম্বার ভিজিডি কার্ড করে দেয়ার কথা বলেন। অফিস খরচ বাবদ ৩ হাজার টাকা চান। আমি তাকে পুরো ৩ হাজার টাকাই দিই। আমিরুল মেম্বার টাকা নিয়ে কার্ড করে না দেয়ায় তার বাড়িতে ধরনা দিয়েও কার্ড পাইনি। টাকা ফেরত চাইতে গেলে নানা ধরনের হুমকি দিচ্ছে। অভিযুক্ত মেম্বারের বিচারের দাবি জানিয়েছে অসহায় বিউটি। এ ব্যাপারে জেহালা ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি মাথাভাঙ্গাকে জানান, বিষয়টি আমি শুনেছি লিখিত অভিযোগ পেলে মেম্বারের বিরুদ্ধে উপজেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।