স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিজয় একাত্তর হলে ছাত্রলীগের দু গ্রুপে তুমুল সংঘর্ষ চলছে। গতরাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নতুন এ হলটিতে যদিও ছাত্রলীগের কোনো কমিটি নেই তবুও তারা নিজেরাই গ্রুপিং পাকিয়ে এ সংঘর্ষ বাঁধিয়েছে বলে জানা গেছে। গেস্টরুমে প্রথমবর্ষের ছাত্রকে নির্যাতনের অভিযোগে এ সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মামুন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।