জীবননগর ব্যুরো: দরজা বন্ধ থাকায় ক্লাসরুম থেকে বের হতে না পেরে অসুস্থ হয়ে চার ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাইভেট পড়াকালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ৪ ছাত্রী সুমাইয়া আক্তার সুমি (১৩), উম্মে মাবিয়া বিন্দু (১৩), কনক জাহান মিলি (১৩) ও সাবিহা সুলতানা আঁখি ছুটির পর বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমানের নিকট প্রাইভেট পড়ে থাকে। শিক্ষক লুৎফর রহমান স্কুল ছুটির পর বিদ্যালয়ের একটি রুমে তাদেরকে প্রাইভেট পড়িয়ে থাকেন। গতকাল প্রাইভেট পড়ানোর একপর্যায়ে তিনি রুমের দরজায় তালা দিয়ে বিদায় নেন। এ সময় তিনি ছাত্রীদেরকে পড়া শেষে পেছনের গেট দিয়ে চলে যাওয়ার কথা বলেন। পড়া শেষে ছাত্রীরা বের হতে গিয়ে দেখে পেছনের গেটে দারোয়ান পূর্বেই তালা দিয়ে চলে গেছে। ফলে দীর্ঘক্ষণ তারা স্কুলের ভেতরে আটকা পড়ে। বের হতে না পেরে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ভয়ে তারা একে একে অসুস্থ হয়ে পড়ে। এদিকে মেয়েরা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে না ফেরায় অভিভাবকরা খুঁজতে এসে তাদেরকে স্কুল থেকে উদ্ধার করে। পরে তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ভয়ে ৪ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হয়ে যাবে।