স্টাফ রিপোর্টার: রাজনৈতিক আধিপত্য বিস্তার ও সরকারি পারলাট বিলের ইজারা নিয়ে বিরোধের সূত্র ধরে শাসকদলের প্রতিপক্ষ শহিদুল ইসলাম সোনা (৫৮) নামে শ্রমিক লীগের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় শ্রমিক লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে প্রতিপক্ষ ২০-২৫টি মোটরসাইকেল করে নিহতের ছোট ভাই শাহিনুর রহমান খোকনের উপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত তার বড় ভাই সোনা হামলাকারীদের থেকে ভাইকে রক্ষা করতে গেলে তিনি অক্রান্ত হন। তাদের লাঠিপেটায় জাতীয় শ্রমিক লীগের এ সদস্য গুরুতর জখম হন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোনা মেন বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুল মাবুদ মুন্সির মেঝ ছেলে।
বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করার পর তাদের ফেলে যাওয়া চার পাঁচটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালে পুলিশ হেফাজতে ছিলো। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।