আলমডাঙ্গায় খাদ্যগুদামে গম কেনার উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাদ্যগুদামে গম কেনা অভিযান উদ্বোধন হয়েছে। এ মরসুমে কৃষকের কাছ থেকে ১ হাজার ৩৭১ মেট্রিক টন গম কেনা হবে। প্রতিকেজি গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে ৩ মেট্রিক টন গম কেনার মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান এ অভিযানের উদ্বাধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা খাদ্যপরিদর্শক দেলোয়ার হোসেন, ওসিএলএসডি ছদর উদ্দিন, জহুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ নেতা জয়নাল আবেদীন, অশোক সাহা, প্রেসক্লাব সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম প্রমুখ।