আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

 

ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। হারুন অর রশিদ সভাপতি ও আব্দুল হালিম লাটিম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার ২৩৫ ভোটের মধ্যে ২৩০ ভোট পোল হয়। সভাপতি পদে হারুন অর রশিদ ও সেক্রেটারি পদে রকিবুল হক নান্না জয়ী হন। সহসভাপতি পদে সাহিন আহম্মেদ, ক্যাশিয়ার পদে আসকার আলী ও প্রচার সম্পাদক পদে মিলন মুন্সি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এছাড়া সদস্য পদে অহিদুল ইসলাম, লিটন মোল্লা, রশিদুল জয়লাভ করেন। মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বাজার কমিটির নির্বাচন পরিদর্শন করেন।