৭ জুন আসছে ভারত

স্টাফ রিপোর্টার: একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে আসছে ভারত। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ সফর করছে পাকিস্তান। আগামী বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে সফর শেষ করবে তারা।
ভারতের বিপক্ষে প্রতিটি ওয়ানডের পরদিনকে ‘রিজার্ভ ডে’ হিসেবে রাখা হয়েছে। ২৬ জুন দেশে ফিরে যাবে ভারত।  ভারত দল ফিরে যাওয়ার পরপরই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের শেষ দিকে সফরে আসবে ক্রিকেটের আরেক পরাশক্তি অস্ট্রেলিয়া।