চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষাক্রম আওতায় দ্বিতীয় পর্যায়ের শিক্ষকদের কারিকুলাম প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষাক্রম ২০১২’র আওতায় দ্বিতীয় পর্যায়ের কারিকুলাম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল। এ প্রশিক্ষণের ট্রেনিং কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সোহেল আহম্মেদ। গত শনিবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রজেক্ট ডিরেক্টর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

এ প্রজেক্টের আওতায় ২০১৪ সালে চুয়াডাঙ্গা পৌর কলেজে জেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭২১ জন শিক্ষকের কারিকুলাম প্রশিক্ষণ দেয়া হয়েছিলো। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, একই প্রজেক্টের আওতায় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখানে পূর্বে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে আর এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে না। আরো বলেন , এবার নতুন নিয়োগপ্রাপ্ত ২১৪ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মধ্যে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলায় ৩৮ জন, চারুকারু বিজ্ঞানে ৪০জন, সামাজিক বিজ্ঞানে ৭০ জন ও বিজ্ঞানে ৬৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের পড়া-লেখার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।