মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি কমরউদ্দিন, সাবেক সম্পাদক তৈয়ব আলী, গাংনী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান কাজল, সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম, মুজিবনগর শিক্ষক সমিতির নেতা মতিউর রহমান, প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু, নুরুল গনি, সোহরার হোসেন প্রমুখ।

সভা শেষে কেন্দ্রীয় শিক্ষক কল্যাণ সমিতির ঘোষণা অনুসারে জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। আহ্বায়ক কমর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৈয়ব আলী ও মঈনউদ্দিন ফুল গ্রহণ করেন। এ সময় আহ্বায়ক কমিটির সদস্য সোহরাব হোসেন, আবু লায়েছ লাবলু, আব্দুস সাত্তার, তহিদুল ইসলাম, আব্দুল হান্নান, মাহবুবুর রহমান কাজল, আজিজুল হক, আব্দুস সত্তার, আলীহিম, বখতিয়ার রহমান, মতিয়ার রহমান ও ইকাব আলী সেখানে উপস্থিত ছিলেন।