মেহেরপুর অফিস: পূর্বশত্রুতার জের ধরে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন- বাগোয়ান গ্রামের আব্দুল হামিদের ছেলে আজিল হোসেন (৩২), আজিল হোসেনের ছেলে আলম হোসেন (২৫), মৃত ফকির সাহেবের ছেলে হাফেজ আব্দুল হান্নান (৫০) ও রামদাসের ছেলে বুদু দাস (৩০)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীর আহত আলম হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে গতকাল রোববার দুপুরে বাগোয়ান গ্রামের ভাদু মোল্লার নেতৃত্বে কয়েকজন আমার সেলুনের দোকানে হামলা চালায়। এ সময় তারা আমাকে পারপিট ও কুপিয়ে আহত করে। আমার পিতা আমাকে বাচাঁতে এলে তারা তাকেও কুপিয়ে আহত করে। এ সময় তারা আমার দোকানের কর্মচারী বুদু দাসকেও পিটিয়ে আহত করে। পরে ভাদুর নেতৃত্বে ২য় দফা হাফেজ আব্দুল হান্নানের বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট চালান হয়। এ সময় আব্দুল হান্নানও আহত হন। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে মেহেরেপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে আলম হোসেনর অবস্থা আশঙ্কাজনক।