দামুড়হুদার হুদাপাড়া গ্রামে ফেনসিডিলের হাট : উদ্বিগ্ন সচেতনমহল

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামে প্রকাশ্যে চলছে মাদকের বিকিকিনি। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে শ শ যুবক মোটরসাইকেলযোগে ওই গ্রামে ছুটছে ফেনসিডিল সেবনের জন্য। হুদাপাড়া গ্রামের চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী আলীহিমের ছেলে হারুন, একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আরশাফ আলী, আকবর আলীর ছেলে বাবু, শাহাদত আলীর ছেলে চাটাইসহ বেশ কয়েকজন প্রতিদিন গ্রামের বিভিন্ন দোকানের সামনে প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে ফেনসিডিল বেচাকেনার কাজ। তারা পুরো গ্রামটা যেন ফেনসিডিলের হাট বানিয়ে ফেলেছে। বর্তমানে গ্রামের বেশকিছু উঠতি বয়সী ছেলেরাও আসক্ত হয়ে পড়ছে ওই ফেনসিডিলের নেশায়। ফলে অনেকটাই উদ্বিগ্ন এলাকার সচেতন অভিভাবকমহল।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু এলাকাবাসী জানান, প্রতিদিনি দুপুর হলেই গ্রামে শ শ অচেনা যুবকদের আনাগোনা। তারা আরো বলেন, বেশ কিছুদিন আগে দামুড়হুদা সদর ইউনিয়নের ইউপি সদস্য হাসান ফেনসিডিল নেয়ার জন্য হুদাপাড়া গ্রামের চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী হারুনের কাছে ৪৫ হাজার টাকা দেয়। ফেনসিডিল না পেয়ে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার ওই ইউপি সদস্য হারুনের ব্যবহৃত মোটরসাইকেলটি দামুড়হুদা উপজেলা গেটের সামনে থেকে কেড়ে নেয়। পরে গ্রামের একজন জিম্মা নিলে মোটরসাইকেল ছেড়ে দেয়। এলাকাবাসীর ধারণা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই তারা প্রকাশ্যে ওই ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে এলাকার ভুক্তভোগী সচেতন অভিভাবকমহল।