দর্শনা করিমপুর জামে মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান দিলেন এমপি টগর

দর্শনা অফিস: দর্শনা পৌর শহরের করিমপুর জামে মসজিদ নির্মাণ কাজের অনুদান দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তার পক্ষে আর্থিক অনুদান প্রদান করেন দলের নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেলে অনুদানসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, মোমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, লাল মোহাম্মদ, ফজলুল হক, হাবিল উদ্দিন, মাও হাফিজুর রহমান, মহিবুল, শামীম, রুবেল প্রমুখ। সভাপতিত্ব করেন দ্বীন মোহাম্মদ। উপস্থাপনা করেন আবু ফয়সাল।