দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়েছে কেরুজ ফরেন লিকার ও বাংলা মদ উদ্ধার করেছে। এ সময় পরাণপুর গ্রামের সুলতানকে গ্রেফতার করে পুলিশ। সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার ভোরে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পৌর শহরের পরাণপুর-লোকনাথপুর সড়কের ব্রিজ নামক স্থানে। আইসি ইনচার্জ বলেন, ব্রিজের নিকট থেকে গ্রেফতার করা হয় পরাণপুর মাঝপাড়ার আমির হোসেনের ছেলে সুলতান মাহমুদকে। সুলতানের কাছ থেকে উদ্ধার করা হয় কেরুজ উৎপাদিত বিভিন্ন ব্রান্ডের ৭ বোতল ফরেন লিকার ও ১৮ লিটার বাংলা মদ। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই সুলতানের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামল দায়ের করেছেন।
অভিযোগ উঠেছে, সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের ৪১৮ নং ট্রাকের বহিরাগত সহযোগী হিসেবে কাজ করছিলো। ওই পরিবহনের চালক ইদ্রিস আলী প্রায় বাংলা মদ ও ফরেন লিকার সুলতানের মাধ্যমে বিক্রি করে আসছেন। বিষয়টি খতিয়ে দেখে দর্শনা পৌর শহরের শ্যামপুরের ইদ্রিস আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাবি তুলেছে শ্রমিক সাধারণ। ইদ্রিস আলী বলেন, ওই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।