জীবননগর হাসাদাহে ভারতীয় ইমিটেশন গয়না উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ফাঁড়ি অভিযান চালিয়ে ভারতীয় ইমিটেশনের গয়না উদ্ধার করেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে এ গয়না পরিবহনে ব্যবহৃত একটি বাইসাইকেল। গতকাল রোববার হাসাদাহে অভিযান চালিয়ে বিজিবি বিভিন্ন প্রকারের ভারতীয় ইমিটেশনের এ গয়না উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ভোরে জীবননগর সীমান্ত ফাঁড়ির টহল দলের কমান্ডার হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে হাসাদাহে ওত পেতে থাকেন। ভোর ৫টার দিকে একজন চোরাচালানী বাইসাইকেলযোগে দ্রুত যাওয়াকালে বিজিবি দেখে একটি ব্যাগ ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে এর ভেতর থেকে ৩১ সেট ইমিটেশনের গলার হার, ১০৮টি নূপুর, ১ হাজার ৩৫৬ পিস গলার সেট, ৫৪০ সেট কানের রিং উদ্ধার করে।