স্টাফ রিপোর্টার: জীবননগর রাজাপুরের কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় জীবননগর থানা পুলিশ তাকে শিংনগর থেকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মজিবার রহমান ছেলে কবির হোসেন একটি ফেনসিডিল মামলার পলাতক আসামি। গতকাল রোববার জীবননগর থানা পলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কবির শিংগরে অবস্থান করছে। সেখানে এএসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট মামলায় কবিরকে আজ আদলতে সোপর্দ করা হতে পারে।