জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মিশুক মালিক সমিতি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছে। গত শনিবার এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
জীবননগর উপজেলা মিশুক মালিক সমিতির সভাপতি আশাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। পরে তিনি নবনির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি আশাবুল হক, সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক বদরুল আলম বদা, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, প্রচার সম্পাদক মসলেম গাইন, লাইন সম্পাদক আখের আলী, সহলাইন সম্পাদক ফকির মুহাম্মদ। নির্বাহী সদস্য যথাক্রমে মজিবর রহমান ও আবু সামা শপথ গ্রহণ করেন।