নিখোঁজের ৩৭ দিন পর মোবারকগঞ্জ চিনিকলের গ্যারেজের মেকানিকের লাশ উদ্ধার
শিপলু জামান: ঝিনাইদহের মোবারকগঞ্জে স্বামীকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে ইট-সিমেন্ট দিয়ে প্লাস্টার করে রাখার অভিযোগ পাওয়া গেছে এক স্ত্রীর বিরুদ্ধে। নিজ বাড়ির গোয়ালঘরের মেঝে খুঁড়ে গতকাল রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মেকানিক রফিউদ্দিন (৩৫) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। তিনি মিলটির গ্যারেজ মেকানিক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা খাতুনসহ দুজনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের হাবিবুল্লাহর মেয়ে ফাতেমার সাথে। মাগুরার বারইপাড়া গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে রফি উদ্দিনের ১৮ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। রফি উদ্দিন স্ত্রী ও সন্তানদের নিয়ে মোবারকগঞ্জ চিনিকলের গ্যারেজ মেকানিক ছিলেন। চাকরিসূত্রে মিলটির আবাসিক কোয়ার্টারে পরিবার নিয়ে বাস করছিলেন তিনি। ২৬ মার্চ রফি উদ্দিন নিখোঁজ হন। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় মিলটির নিরাপত্তা কর্মকর্তা আজিজুর রহমান ৩ এপ্রিল কালীগঞ্জ থানায় জিডি করেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জিডির সূত্র ধরে গত কয়েকদিন যাবত রফি উদ্দীনের স্ত্রী ফাতেমাকে তার স্বামী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে সময়ে তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। এরপর ফাতেমা কালীগঞ্জ থেকে মাগুরায় শ্রীপুর উপজেলার বাবার বাড়িতে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে তাকে আটক করে। ফাতেমা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করে। নিহতের দুলাভাই রেজাউল করিম অভিযোগ করেন পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
গত শনিবার সকালে পুলিশ রফি উদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিনিকলের আবাসিক কোয়ার্টারের গোয়ালঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর গোয়ালঘরের মেঝে খুঁড়ে লাশ পুঁতে তার ওপরে ইট-সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ফাতেমা খাতুন ও মিলের কর্মচারী আনিছুল হককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠায়। পুলিশ আরও জানায়, পারিবারিক কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়।
কালীগঞ্জে স্বামীকে হত্যার পর মাটিচাপা : স্ত্রী আটক
