স্টাফ রিপোর্টার: একের পর এক রেকর্ড বুকে নাম লেখাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একের পর এক রেকর্ড করে যাচ্ছেন টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে অনেক রেকর্ডের পর পঞ্চম ও শেষ দিন গতকাল শনিবার বাংলাদেশের দু ওপেনার ৫৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছেন। তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড জুটির মালিক এখন বাংলাদেশ। ৩১২ রানের নতুন মাইলফলক গড়েছেন তামিম-ইমরুল জুটি। গতকাল শনিবার তামিম-ইমরুল আগের দিনের ২৭৩ রান নিয়ে মাঠে নামেন। ৩১২ রান করে বিচ্ছিন্ন হন তারা। ইমরুল কায়েস ১৫০ রান করে আউট হলেও তামিম ইকবাল নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন। তিনি ব্যক্তিগত ২০৬ রান করে আউট হয়ে যান। এর আগে বাংলাদেশের হয়ে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন মুশফিকুর রহিম।
তৃতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ জুটি: ইমরুল-তামিম (বাংলাদেশ)– ৩১২, কাউড্রে-পোলার (ইংল্যান্ড)–২৯০, স্ট্রাউজ-ট্রেসকোথিক (ইংল্যান্ড)–২৭৩, গর্ডন গ্রিনেজ-হাইনস (ও.ইন্ডিজ)-২৫০*।