স্টাফ রিপোর্টার: পেশায় তিনি একজন ক্রিকেটার। কিন্তু ইদানিং তার আচরণ দেখে মনে হচ্ছে ক্রিকেট ছেড়ে দিয়ে নিজেকে তর্কে জড়িয়ে রাখতেই বেশি পছন্দ করছেন তিনি। পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ বিশ্বকাপ থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। এবার তিনি তর্কে জড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে।
গতকাল শনিবার খুলনায় বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচের শেষ দিনে ব্যাট করছিলেন সাকিব আল হাসান। ঠিক সে সময় তার সাথে তর্ক করতে দেখা যায় ওয়াহাবকে। তবে তাদের মধ্যে ঠিক কী নিয়ে ঝামেলা হয়েছিলো তা জানা না গেলেও দুজনই যে খুব বেশি আক্রমণান্তক তা দুজনের ছবি দেখেই বোঝা যায়। এর আগে ওয়ানডে সিরিজেও ওয়াহাব রিয়াজ এ ধরনের ঘটনা ঘটান। সেসময় বাংলাদেশের ফাস্ট বোলার রুবেল হোসেনের সাথে তর্কে জড়ান পাকিস্তানের এ বোলার।
তার আগে সদ্যসমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ওয়াটসনের সাথেও তর্কে জড়ান ওয়াহাব। সে সময় তাকে জরিমানাও গুনতে হয়।