বারবার পরাজিত অপশক্তি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

দর্শনা পৌর আ.লীগের ৯ ওয়ার্ডের নেতাকর্মদের সাথে মতবিনিময়কালে এমপি টগর

 

দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার ৯ ওয়ার্ডের আ.লীগের নেতাকর্মীদের সাথে মতবনিমিয় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, আ.লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া লড়াকু সৈনিক। আ.লীগ জনগণের কথা বলে। তাই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ দেশের জনগণ অর্জন করেছিলো আজকের এ স্বাধীনতা। সেই মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সকল অপকর্ম শক্ত হাতে আমরা মোকাবেলা করব। তাই আসুন ওদের নৈরাজ্য রুখতে সকলে ঐক্যবদ্ধ হই। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, নজরুল ইসলাম, আ. খালেক, বিল্লাল হোসেন, লাল মোহাম্মদ, মোসলেম জোয়ার্দ্দার, হাজি আকমত আলী, মহিউদ্দিন, হবা জোয়ার্দ্দার, আ. হান্নান, জাহেরুল ইসলাম, কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, ফজলুল হক, আব্দুস সাত্তার, আজাদ, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, সাজাহান মোল্লা, আমিরুল ইসলাম, সোলায়মান কবির, মহিবুল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, মনির সরদার, আলামিন প্রমুখ।