স্টাফ রিপোর্টার: বাগেরহাটের সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর অন্যতম সদস্য বনদস্যু শুকুর আলীকে (৪০) আটকের পর গনপিটুনি দিয়ে তার দু চোখ উৎপাটন করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার গভীর রাতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় মোটরসাইকেল চড়ে সেখানকার স্থানীয় বাজারে এলে খবর পেয়ে জনতা বনদস্যু শুকুরকে ঘিরে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে চাকশ্রী বাজার এলাকায় আটকে রেখে তার দু চোখ উপড়ে ফেলে শনিবার সকালে পুলিশের হাতে তুলে দেয়া হয়। বনদস্যু শুকুর আলী রামপালের বারইপাড়া গ্রামের দলিল উদ্দিন হাওলাদারের ছেলে।