দামুড়হুদার উজিরপুরে আর্সেনিক নিরসন প্রকল্পে বালি প্রতিস্থাপনের কাজের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে ডিপিএইচই-ইউনিসেফ আর্সেনিক নিরসন প্রকল্প পানি শোধানাগারে দীর্ঘ ১০ বছর পর দুটি চেম্বারে বালি পরিবর্তন করে নতুন বালি প্রতিস্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

আর্সেনিক মুক্ত পানি পানে গ্রামবাসীদের চাহিদার কথা বিবেচনা করে চুয়াডাঙ্গা জেলা পরিষদ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এ প্রকল্পে। এ প্রকল্পটি ২০০৪ সালে ইউনিসেফের আর্থিক সহযোগিতায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। প্রকল্পটি জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সার্বিক তত্ত্বাবধায়ন করে। মাসিক ২০ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় উজিরপুর গ্রামের ৫৬০টি পরিবারের পাঁচ হাজার মানুষ আর্সেনিকমুক্ত পানি পান করে থাকে।

দামুড়হুদার উজিরপুর গ্রামের আর্সেনিক নিরসন প্রকল্পের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বালি প্রতিস্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান উপস্থিত ছিলেন। কাজের সার্বিক সহায়তা করেন জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন। বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার আশরাফ আলী, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল খালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আয়ুব আলী, উজিরপুর যুবলীগের সম্পাদক মাইনুল হক মিঠু, আর্সেনিক নিরসন প্রকল্পের সম্পাদক আব্দুস সালাম খোকন, যুবলীগ নেতা সাইদুর রহমান মিন্টু। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন- আসাবুল হক ডালিম।

এ সময় বক্তারা- উজিরপুর গ্রাম উন্নয়নে জেলা পরিষদ কর্তৃপক্ষ পাশে থাকায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। এছাড়া গ্রামের রাস্তাঘাট উন্নয়নে আগামীতে জেলা পরিষদ তাদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেন, উজিরপুর গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছি। পানি শোধনাগারে লোভোল্টেজের কারণে ভোল্টেজ স্ট্যাবলার লাগানো হয়েছে। দুটি রাস্তার কাজ শুরু হবে। জেলা পরিষদের সীমিত সামর্থ্যের মধ্যে কাজ করে যাচ্ছে। যে সকল কাজের কথা আপনার বললেন তা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।