টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গা শম্ভুনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়মের অভিযোগ)

 

নিয়োগ মানেই টাকা

খবর ঝাকানাকা-

ফাঁকা তবিল রাতারাতি

থাকবে না আর ফাঁকা!

 

নিয়োগ মানেই হাসি

মালের ঠাসাঠাসি-

আমলা-নেতায় ভূরিভোজন

মুরগি গরু খাসি

 

নিয়োগ মানেই খাওয়া

ঘুষ-সেলামি পাওয়া

পয়সা পেলেই নিয়ম-নীতি

সব হয়ে যায় হাওয়া!

 

-আহাদ আলী মোল্লা