হিরো বাবা আর জিরো বাবা

গাংনী প্রতিনিধি: বারবার মেয়ের বিয়ের প্রস্তাব এলেও লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার সিদ্ধান্তে অটল থাকায় মেহেরপুর গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফাহিমা খাতুনের বাবা দেলবার আলীকে হিরো বাবার সম্মাননা দেয়া হয়েছে এবং একই শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর বাবাকে জিরো বাবা নির্বাচিত করা হয়। বাল্যবিয়ের কুফল ও এর প্রতিরোধে করণীয় নিয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বাবা সমাবেশ হিরো বাবা ও জিরো বাবা নির্বাচিত করা হয়।

প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বাবা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ষোলটাকা ইউপি চেয়ারম্যান আয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিদর্শক ফয়সানুল কবির সাবেক ইউপি সদস্য ফজলুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীর বাবারা তাদের মেয়ের বাল্যবিয়ে দেবেন না বলেও অঙ্গীকার করেন। জিরো বাবা তার প্রতিক্রিয়ায় বলেন, বাল্যবিয়ের আয়োজন করে তিনি চরম মাশুল গুনছেন। ভ্রাম্যমাণ আদালতে তার স্ত্রীর জেল হয়। বাল্যবিয়ে নয়, মেয়ের লেখাপড়া শেষ হলেই তার বিয়ে দেবেন এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে প্রচারণা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন ওই জিরো বাবা।