মেহেরপুর অফিস: গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে আব্দুর রাজ্জাক (৪২) ও পারভেজ (৩৫) নামের দু গাঁজা সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান ওই আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৯৯০ এর (৭ক) ধারা ও ২০০৯ এর ৭(২) ধারা মতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ করায় তাদের দুজনের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর আগে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই বাবুল সদর উপজেলার বন্দর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪২) ও এসআই আব্দুল হক শহরের বোসপাড়ায় অভিযান চালিয়ে জাহান আলীর ছেলে পারভেজকে (৩৫) গ্রেফতার করে।