মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশনের গেট না দেয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি যাত্রীবোঝাই বাস ও মালবাহী ট্রাক। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বাস ও ট্রাক সরিয়ে বিপদ মুক্ত করে। তা না হলে বড় ধরনের প্রাণঘাতির ঘটনা ঘটতো।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী মালবাহী ট্রেন মুন্সিগঞ্জ রেলস্টেশন অতিক্রম করতে থাকে। মুন্সিগঞ্জ রেলস্টেশনে অবস্থিত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের গেটটি খোলা থাকায় একটি যাত্রীবোঝাই বাস ও মালবাহী ট্রাক গেট অতিক্রম করছিলো। স্থানীরা ট্রেন দেখে দ্রুত বাস ও ট্রাকের সামনের লোকজন সরিয়ে দেয়। চালকেরা তাদের দক্ষতায় রক্ষা পায়। নয়তো বড় ধরনের প্রান হানির ঘটনা ঘটতো বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে মুন্সিগঞ্জ রেলস্টেশন গেটের দায়িত্বে থাকা পয়েসম্যান হাফিজ উদ্দিন জানান, আমি স্টেশনে ছিলাম কোনোপ্রকার খবর না দিয়ে মালবাহী ট্রেনটি চলে আসে। হঠাত ট্রেন চলে আসায় তিনি হতবাক হয়েছেন বলে জানান। এলাকাবাসী আরো জানায়, এ ধরনের ঘটনা নতুন নয়; প্রায়ই গেট পড়ে না। আবার গেট আগে ভাগে ফেলে নিয়ে গাড়ি প্রতি ১০-২০ টাকা নিয়ে গেট তুলে নেয়ার অভিযোগ ও রয়েছে পয়েসম্যানদের বিরুদ্ধে। এছাড়া রেলস্টেশনের সরকারি বিদ্যুত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে সংযোগ দেয়ার বিষয়টি এলাকাবাসীর গাসওয়া হয়ে গেছে। এলাকাবাসী প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।