ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তির যোগ্যতা অর্জনকারী দু ক্রিকেটার শামীম পারভেজ ও বিদ্যুতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৪ এপ্রিল চূড়ান্তভাবে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কয়েকদিন আগে গ্রীষ্মকালীন ছুটিতে বাড়িতে আসায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সকল ক্রিকেটার ও কয়েকটি ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ক্রীড়ামোদী ব্যক্তির পক্ষ থেকে এ দু-ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এ অনুপ্রেরণামুলক সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌর ভবনে চুয়াডাঙ্গা পৌর মেয়র ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির চেয়ারম্যান জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আনুষ্ঠানিকভাবে দু-ক্রিকেটারকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা পাইন ক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাহান ও ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ সাইফ রাসেল। এ ছাড়া গতকাল বৃহস্প্রতিবার বিকেল ৫টায় শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষ থেকেও এ দু ক্রিকেটারকে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সদস্য সচিব তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার শুভেচ্ছা প্রদানের পাশাপাশি ক্রিকেটে আরো ভালো করে জেলার মুখ উজ্জ্বল করার জন্য তাদেরকে উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সহসম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, প্রাক্তন ফুটবলার নাজমুল হক শান্তি, ক্রিকেটার শামীম পারভেজের বাবা আক্কাস আলী প্রমুখ।
চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব বলেন, ক্রিকেটারদের বিকেএসপিতে ভর্তির যোগ্য করার মাধ্যমে তাদেরকে একটি পথের ঠিকানা দেখিয়ে দেয়ার আমাদের মূল উদ্দেশ্য। এ পথ ধরেই ক্রিকেটাররা পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে। চুয়াডাঙ্গা জেলাবাসীর আক্ষেপ অন্তত একজন ক্রিকেটার এ জেলার হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার যোগ্যতা অর্জন করুক। জানি না এ পথচলার মাধ্যমে কবে নাগাদ পূর্ণ হবে চুয়াডাঙ্গাবাসীর সে বাসনা।