দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাজারের বিশিষ্ট গার্মেন্টস ব্যবাসয়ী খাঁন গার্মেন্টসের স্বত্বাধিকারী জুড়ানপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে তৌহিদুল হক খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজেউন)। তিনি গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দামুড়হুদা স্টেডিয়াম পাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, পিতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন ২য়। মরহুমের পরিবারের লোকজন জানান, মাস দুয়েক আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। এরপর তাকে ঢাকায় নেয়া হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ব্রেন টিউমার (ক্যান্সার) ধরা পড়ে। অপরারেশন করাতে হবে বলে ডাক্তার জানালে মাথায় অপারেশন করানো হয়। তারপর থেকেই সে আর সুস্থ হয়ে উঠতে পারেনি। গত ৪ দিন আগে ঢাকা থেকে দামুড়হুদায় নিয়ে আসা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জুড়ানপুর ঈদগা ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলেও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।