চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনকারীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা কারাগার এলাকায় ভ্রাম্যমাণ আদালত আখের আলী নামের এক সেবনকারীকে দু মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ওই আদেশ দেন।

সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা কারাগার এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। এ সময় জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের মৃত হযরত আলী মণ্ডলের ছেলে আখের আলী (৬০) চুয়াডাঙ্গা জেলা কারাগার এলাকায় ঘোরাঘুরি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৯ পুরিয়া গাঁজা পাওয়া যায়। আখের আলীকে নিজ হেফাজতে গাঁজা রাখা বহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ২৬ ধারায় দু মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার এএসআই কামরুল ইসলাম। গতকালই আখের আলীকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।