চুয়াডাঙ্গার শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম নৈশপ্রহরী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম নৈশপ্রহরি পদে নিয়োগের অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও দাতা সদস্যসহ এলাকার ২৭ জন গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষরিত লিখিত অভিযোগপত্রটি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করা হয়।

অভিযোগে জানানো হয়, গত ৫ ফেব্রুয়ারি সদর উপজেলায় শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম প্রহরি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শর্ত ছিলো ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীর বয়স থেকে হবে ১৮-৩০ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ৩২ বছর হতে হবে। কিন্তু শর্ত ভঙ্গ করে শম্ভুনগর গ্রামের আলতাব হোসেনের ছেলে সুমন আহাম্মেদকে নিয়োগ প্রদান করা হয়। জেএসসি এবং এসএসসি পাসের সনদপত্র হিসেবে সুমনের বয়স ১৭ বছর ৯ মাস ২০ দিন। যা সম্পূর্ণ বেআইনি এবং সরকারি নিয়ম বহির্ভূত। এ ব্যাপারে গ্রামে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতনমহল।

Leave a comment