ইবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও রাসায়নিক প্রযুক্তি অনুষদের সায়েন্স গ্যালারিতে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। সেমিনারে সাইবার অপরাধের সংজ্ঞা, সাইবার অপরাধের বিভিন্ন ধরন, সাইবার নিরাপত্তা রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক (পাবলিক রিলেশন) আতিকুল ইসলাম। সাইবার অপরাধের বিভিন্ন শাস্তি ও এর আইনগত দিক সম্পর্কে আলোচনা করেন ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের লিগ্যাল কলসালটেন্ট অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এছাড়া সাইবার অপরাধের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান। সেমিনারটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক তারেক হাসান আল মাহমুদ। সেমিনারের সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।

ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক (পাবলিক রিলেশন) আতিকুল ইসলাম বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে চাই ব্যক্তিগত সচেতনতা এবং ব্যবহারের সুষ্ঠু কলাকৌশল প্রয়োগ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, প্রযুক্তির কল্যাণে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি এটা যেমন সত্য, তেমনি প্রযুক্তি নির্ভরতার কারণে আমরা সামাজিক বন্ধন থেকেও কিছুটা ছিটকে যাচ্ছি। এজন্য আমাদের করনীয় হবে সামাজিক বন্ধন টিকে রেখেই প্রযুক্তির সদ্ব্যবহার করা।

Leave a comment