মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের বটতলা নামক স্থানে যাত্রীবোঝাই অবৈধ পরিবহন আলমসাধু উল্টে ৫ জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের বটতলা নামক স্থানে যাত্রীবোঝাই আলমসাধু উল্টে ৫ জন আহত হয়েছে। যাত্রীবোঝাই আলমসাধু নিয়ে মুন্সিগঞ্জ কৃষ্ণপুর গ্রামের মৃত সুবাহানের ছেলে আলমসাধুচালক রিপন (২২) চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে খুদিয়াখালী গ্রামের বটতলা নামক স্থানে এলে একটি ধানবোঝাই অবৈধ পরিবহন লাটাহাম্বার সাইড থেকে ডানে চলে যায়। এ সময় আলমসাধুচালক উপায় না পেয়ে রাস্তার পাশে গর্তে মধ্যে গাড়ি চালিয়ে দেয়। আলমসাধুতে থাকা অনুপনগরের মৃত মিঠুর ছেলে লিটন (১৫) নানবারের মৃত আলীহিমের ছেলে খইবার (৫০), কৃষ্ণপুর গ্রামের সাফায়েতের স্ত্রী শিউলী (৩০) ও তার দু মেয়েসহ আরো একটি ছোট ছেলে জখম হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। লিটনের অবস্থা গুরুতর।