মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ফসল উৎপাদনের কৌশলের ওপর কৃষক প্রশক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষন প্রদান করেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা কৃষিবিদ ডা. আকতারুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাখখারুল ইসলাম প্রমুখ।