স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় আছড়ে পড়ে মোটরসাইকেলচালক মামুন-অর রশিদ ও রুহুল দীর্ঘদিন ধরে শয্যাগত। মামুন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সংস্থার চুয়াডাঙ্গা কমিটির নির্বাহী সদস্য। তাকে দেখতে তার রূপছায়া সিনেমাহলপাড়াস্থ বাড়িতে যান সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার ও সেক্রেটারি মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আড. মানি খন্দকার, সহ সম্পাদক অ্যাড. জীল্লুর রহমান জালাল প্রমুখ।
সংস্থার তরফে জানানো হয়, গত ১১ এপ্রিল চলন্ত মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় একটি আলমসাধু। শ্মশানপাড়ার একরামুল তার আলমসাধুর নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মামুন-অর রশিদ ও রুহুলকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে ঢাকায নেয়া হয়। রুহুল ঢাকার পঙ্গু হাসপাতালেই চিকিৎসাধীন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শয্যাশায়ী মামুন। তিনি চার্জার লাইট আলোর শিখার স্বত্বাধিকারী। মামুন-অর রশিদ ও রুহুলের আশু সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।