দ্বিতীয় দিনে পাকিস্তানের সংগ্রহ ২২৭/১

স্টাফ রিপোর্টার: খুলনায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। বাংলাদেশের করা ৩৩২ রানের জবাবে সফরকারীরা দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে ফুরফুরে অবস্থানে রয়েছে। সফরকারি পাকিস্তান প্রথম ইনিংসে টাইগারদের চেয়ে ১০৫ রানে পিছিয়ে আছে। হাতে রয়েছে আরো ৯টি উইকেট। হাফিজ ১৩৭ রানে অপরাজিত রয়েছেন। এছাড়াও আজহার আলী অপরাজিত ৬৫ রান করেছেন। ওপেনার সামি আসলাম ২০ রানে তাইজুলের শিকারে পরিণত হন। ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ ধরতে ব্যর্থ হয়। ফলে হাফিজ-আজহার জুটি ১৭৭ রানে অবিচ্ছিন্ন থাকে। আজ তারা আবার মাঠে নামবেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন মুমিনুল হক। এছাড়া ইমরুল কায়েস ৫১, মাহমুদুল্লাহ ৪৯, সৌম্য সরকার ৩৩, মুশফিকুর রহিম ৩২, সাকিব আল হাসান ২৫, তামিম ইকবাল ২৫ রান করেন।