গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা হাড়াভাঙ্গা গ্রামের মাদকব্যবসায়ী খবির উদ্দীনকে (৪৫) ৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবির বিশ্বাস। গ্রেফতার খবির উদ্দীন হাড়াভাঙ্গা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, খবির উদ্দীন একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। বাড়িতে ফেনসিডিল বিক্রির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।