আলমডাঙ্গার খেজুরতলা গ্রামে ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা নিক্ষেপ : গ্রামবাসীর প্রতিবাদ সভা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের ছাত্রলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করেছে। বোমার বিকট শব্দে গ্রামে আতঙ্ক নেমে আসে। ঘোলদাড়ি পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২টার দিকে আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের ছাত্রলীগ নেতা রুবেলের বাড়িতে দুর্বৃত্তরা একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমার বিকট শব্দে গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগ খেজুরতলা বাজারে একটি প্রতিবাদসভা করেছে। এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাত ১২টার দিকে খেজুরতলা গ্রামের বাবুলের ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা রুবেলের বাড়ির পাঁচিলে একদল দুর্বৃত্ত একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমার বিকট শব্দে গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমার আলামত উদ্ধার করেন। এ ব্যাপারে গতকাল বিকেল ৪টার দিকে নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে খেজুরতলা বাজারে প্রতিবাদসভার আয়োজন করে। সভায় সভাপতি ছিলেন আ.লীগ নেতা আব্দুল জলিল। বক্তব্য রাখেন- নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলী আশরাফ মন্নু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক পারভেজ স্বপন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মিশর আলী, আওয়ামী লীগের নেতা আব্দুল খালেক, ইসমাইল, মিনা, জাকির, আয়ুব, শুকুর, রিপন, ডালিম, মন্টু প্রমুখ। বক্তারা বোমা নিক্ষেপকারীদের ধরতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a comment